অতিথি

মুহূর্ত

আকাশে জ্যোৎস্না- বনের পথে চিতা বাঘের গায়ের ঘ্রাণ;

হৃদয় আমার হরিণ যেনঃ

রাত্রি এই নীরবতার ভিতর কোন্‌ দিকে চলেছি!

রূপালি পাতার ছায়া আমার শরীরে,

কোথাও কোনো হরিণ নেই আর;

যত দূর যাই কাস্তের মতো বাঁকা চাঁদ

শেষ সোনালি হরিণ-শস্য কেটে নিয়েছে যেন;

তারপর ধীরে-ধীরে ডুবে যাচ্ছে

শত-শত মৃগীদের চোখের ঘুমের অন্ধকারের ভিতর।

0 comments:

ই বুক