অতিথি

জানি না কোথায় তুমি

জানি না কোথায় তুমি-শরের ভিতরে সন্ধ্যা যেই আসে
-নদীটি যখন শান্ত হয়,
যখন কাঁদে না আর শঙ্খচিল- (একা চুপে উড়ে যায়)
- ঝিঁঝিঁগুলো চুপ করে রয়,
তখন তোমার মুখ- তোমার মুখের রূপ-
আমার হৃদয়ে এসে ভিজে গন্ধে চাঁপার মতন
ফুটে থাকে; শঙ্খচিল তালবনে ডুবে গেছে-
নরম সন্ধ্যার রঙে নীল হয়ে আছে শরবন।

0 comments:

ই বুক